মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | শোরগোল ফেলে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, হোয়াইট হাউসে ফিরেই কোন কোন বড় নির্দেশে সাক্ষর?

RD | ২১ জানুয়ারী ২০২৫ ১৩ : ৫৮Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার ছয় ঘন্টারও কম সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে (৮০টিরও বেশি) স্বাক্ষর করেছেন। সেই সময় বিপুল জনতা উল্লাসে ফেটে পড়েন। সোমবার শেষের দিকে হোয়াইট হাউসে পৌঁছানোর পর তিনি একাধিক আদেশে স্বাক্ষর করেছেন। 

ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৬০০ জনকে ক্ষমা ট্রাম্পের-
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থক একদল মানুষ। ডোনাল্ড ট্রাম্পপন্থী বিক্ষোভকারীদের কংগ্রেস ভবনে ওই হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছিলেন। ডেমক্র্যাটরা ওই হামলায় উসকানি দেয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচের উদ্যোগ নিয়েছিল। পরে সিনেটে দুই তৃতীয়াংশ ভোট না থাকায় ট্রাম্প শাস্তি থেকে রেহাই পেয়ে যান।
 
এদিকে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিনের প্রায় পুরো সময় তাঁর সমর্থকরা ডিসি জেলের বাইরে অপেক্ষা করছিলেন। ক্যাপিটলে দাঙ্গায় জড়িত হাজার দেড়েক সমর্থককে মুক্তি দেয়ার ইঙ্গিত কয়েক মাস আগে থেকেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। সোমবার শপথ নেয়ার পর প্রেসিডেন্ট তাঁর প্রথম ভাষণে ঘোষণা করেন, ওভাল হাউজে পৌঁছেই তিনি ৬ জানুয়ারির ঘটনার জন্য অভিযুক্তদের ক্ষমা করবেন।
 
ক্যাপিটল হিল আক্রমণের জন্য জেলবন্দি ব্যক্তিদেরকে ডোনাল্ড ট্রাম্প 'রাজনৈতিক বন্দি' হিসেবে চিহ্নিত করেছেন এবং তিনি তাঁদেরকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই তিনি তা বাস্তবায়ন করলেন। ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় করা মামলার প্রধান আইনি কৌঁসুলি ড্যারেক স্ট্রম জানিয়েছেন, বন্দিরা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতের আগেই ওয়াশিংটনের জেল থেকে মুক্তি পাবেন।

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এলো আমেরিকা-
বিশ্ব-উষ্ণায়ন ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালে অঙ্গীকারবন্ধ হয়েছিল প্যারিস জলবায়ু চুক্তির অন্তর্গত রাষ্ট্রগুলির। কিন্তু, প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের পর থেকেই তার সমালোচনা করে আসছেন ট্রাম্প। ২০১৭ সালে প্রথমবার ক্ষমতা গ্রহণের পরই তিনি বলেন, এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একপ্রকার শাস্তি। এর কারণে লাখ লাখ মানুষ চাকরি হারাচ্ছেন। এরপর মেয়াদের শেষ দিকে ২০২০ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন। বাইডেন ক্ষমতা গ্রহণের পর আবারও যুক্তরাষ্ট্রকে চুক্তিতে ফেরান।

প্যারিস জলবায়ু চুক্তি জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে ইতিহাসের প্রথম কোনও বিশ্ব-চুক্তি যা ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে স্বাক্ষরিত হয়। বিশ্বের ২০০টি দেশ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমিয়ে আনতে একমত হয়।
 
চুক্তির গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো হল বিশ্ব-উষ্ণায়ণ বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা, গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।

এছাড়া প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতেও নবীকরণযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর জলবায়ু তহবিল দিয়ে সাহায্য করা। 
 


নানান খবর

নানান খবর

ফ্রান্সিসের প্রয়াণের পর নতুন পোপ বাছাই করতে ভোট দেবেন চার জন ভারতীয় কার্ডিনাল! কারা তাঁরা?

আরও মারাত্মক বোমা তৈরি করল চীন! যুদ্ধে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নাও হতে পারে

মার্কিন মুলুকে নির্বাচন কমিশনকে ‘কমপ্রোমাইজড’ বললেন রাহুল গান্ধী, বিজেপির পালটা তোপ

তাপমাত্রা ৫৭ ডিগ্রি! দুনিয়ার সবচেয়ে উষ্ণতম স্থান, জানেন কোথায় অবস্থিত?

৮৮ বছর বয়সে প্রয়াত পোপ ফ্রান্সিস, ঘোষণা ভ্যাটিকানের

লাল নয়, কোকা-কোলার বোতলে কেন হলুদ ছিপি? কারণ জানলে চমকাবেন

মঙ্গলে ‘সোনার খনি’! অবাক হল নাসার বিজ্ঞানীরা

‘বাবার অঙ্গপ্রত্যঙ্গ এলিয়েনরা নিয়ে গিয়েছে’, বৃদ্ধকে নৃশংস খুন করে ঘরে ফেলে রাখল ছেলে

২০২ বছরের জলের দানবের হদিস পেল ১১ বছরের একটি মেয়ে, তারপর..

কুলভূষণ যাদবের আপিলের অধিকার নিয়ে পাকিস্তানে নতুন বিতর্ক

বিমান মাটি থেকে আকাশে ওড়ার মুহূর্তে কেন এসি বন্ধ থাকে? জেনে নিন

চাঁদের মাথায় উঠবে শুক্র-শনি, বিপদ নাকি সুসময়-কী বলছে নাসা

আগে দেখা যায়নি কখনও, এমন রং খুঁজে পেয়ে গিয়েছেন বিজ্ঞানীরা! কী নাম রাখা হল?

লক্ষ লক্ষ বছর ধরে মাটির নীচে লুকিয়ে ছিল, নতুন মহাদেশ আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা

মোদির প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক, চলতি বছরের শেষেই ভারতে আসার ঘোষণা

সোশ্যাল মিডিয়া